ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ‘ইনসাইড আউট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
স্টার সিনেপ্লেক্সে ‘ইনসাইড আউট’ দৃশ্য: ‘ইনসাইড আউট’

সুখ, দুঃখ, রাগ, বিরক্তি, ভয়; এই পাঁচটি জিনিস যদি কথা বলে আর চলাফেরা করে কেমন হয়? ডিজনি পিকচার্সের নতুন অ্যানিমেটেড ছবি ‘ইনসাইড আউট’-এ রয়েছে সেই মজার দিক। এর গল্প পাঁচ রঙচঙে চরিত্র জয়, ফিয়ার, স্যাডনেস, অ্যাঙ্গার ও ডিজগাস্ট এবং ১১ বছরের বালিকা রিলে অ্যান্ডারসনকে ঘিরে।



১৯ জুন আমেরিকায় মুক্তির পরপরই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ছবিটি। এবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের পর্দায় এটি আসছে ২৬ জুন। এর মাধ্যমে অনেক বছর পর আবার পরিচালনা করলেন ‘আপ’, ‘মনস্টারস, ইঙ্ক’ ছবির মেধাবী স্রষ্টা পিট ডক্টর। তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন ছয়বার। ২০০৯ সালে তার ‘আপ’ সেরা অ্যানিমেটেড ছবি হয়। এ ছাড়া বাফটা চিলড্রেনস ফিল্ম অ্যাওয়ার্ড, অ্যানি অ্যাওয়ার্ড-সহ বহু পুরস্কার ঘরে তুলেছেন পিট। তার পরিচালনায় ‘ইনসাইড আউট’ পেয়েছে অন্য মাত্রা।

গত ১৮ মে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘ইনসাইড আউট’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রথম প্রদর্শনীতেই দর্শকদের প্রশংসা কুড়ায় ছবিটি। এতে দুর্দান্ত গ্রাফিক্সের সমন্বয় ঘটানো হয়েছে। এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যামি পোয়েলার, ফিলিস স্মিথ, লুইস ব্ল্যাক, মিনডি কেলিনসহ অনেকে। আর রিলে এন্ডারসন চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন কাইথলিন ডায়াস। সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ পর্যন্ত আয় করেছে ১৩ কোটি মার্কিন ডলারেরও বেশি। ফলে এটি আছে হলিউড টপচার্টের দুই নম্বরে।

বাংলাদেশ সময় : ১৪২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।