প্রেম করে বিয়ে। তারপর আর ন’টা দম্পতির ক্ষেত্রে যেটা হয়, এখানেও ঘটনা একই।
পরিচালক কৌশিক শংকর দাশ এই ফাঁদের নাম দিয়েছেন ‘ভালোবাসার ফাঁদ’। কি রকম সেটা? কৌশিক জানাচ্ছেন, বিভিন্ন রকম। এই দম্পতি আলাদাভাবে পরস্পরকে শায়েস্তা করার জন্যই ফাঁদগুলো পাতে। কিন্তু এতে সমাধান তো হয়-ই না। উল্টো বিপদ ডেকে আনে।
নাটকের নামও ‘ভালোবাসার ফাঁদ’। লিখেছেন আসাদুজ্জামান সোহাগ। সাকিব ও রুম্পা- এ দু’জনই হয়ে উঠেছে নাটকটির প্রধান চরিত্র। এ দু’টি চরিত্রে পরিচালক হাজির করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তারিনকে। প্রায় দু’বছর তারা আবার একসঙ্গে অভিনয় করলেন এ নাটকটির মাধ্যমে।
‘ভালোবাসার ফাঁদ’ প্রচার হবে আগামী রোজার ঈদে চ্যানেল নাইনে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেবিএন