ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

১৯ বছরেই স্পাইডারম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
১৯ বছরেই স্পাইডারম্যান

মাত্র ১৯ বছর বয়সেই দর্শকদের মন জয় করে নিয়েছেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। আর সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওর নজরও এখন তার দিকে।



তাই বিখ্যাত এ প্রযোজনা প্রতিষ্ঠান মঙ্গলবার ঘোষণা দেন,  ‘স্পাইডারম্যান’-এর পরের কিস্তির স্পাইডারম্যান হচ্ছেন টম। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ২৮ জুলাই।

নতুন স্পাইডারম্যান নির্বাচনে অনেকের অডিশন নেওয়া হয়েছিলো বলে জানান সনি পিকচার্স। কিন্তু হল্যান্ডকে চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন সনি পিকচার্সের চেয়ারম্যান টম রথম্যান।

এ প্রসঙ্গে টম রথম্যান বলেন, ‘আমরা চমৎকার অনেক তরুণ অভিনেতাই দেখেছি। কিন্তু স্ক্রিন টেস্টের সময় টমের মধ্যে বিশেষ কিছু পেয়েছি আমরা। সব মিলিয়ে দারুণ একটা সূচনার অপেক্ষা আছি আমরা। ’

২০১২ সালে ‘দ্য ইম্পসিবল’ ছবিতেই বাজিমাত করেছিলেন ক্ষুদে এই তারকা। এরপর ব্রিটেনে টিভি সিরিজ ‘উলফ হল’ এ অভিনয় করে খ্যাতি পান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।