দিনরাত সহজে ইংরেজি শেখার বই পড়ছেন মোশাররফ করিম। অপর্ণা ঘোষের সঙ্গে আমেরিকা যেতেই তার এই প্রস্তুতি।
এতে বোরহান চরিত্রে মোশাররফ আর মিলির ভূমিকা আছেন অপর্ণা। গল্পে দেখা যাবে- আমেরিকার বৃত্তি পায় মিলি। কিন্তু বৃত্তির শর্ত মেনে আমেরিকায় যাওয়ার মতো টাকা দেওয়ার মতো কেউ নেই মিলির। সমাধান নিয়ে এগিয়ে আসে তার খালু। এলাকার চেয়ারম্যানের অর্ধশিক্ষিত ছেলে বোরহানের আমেরিকা যাওয়ার শখ। ঠিক হয় মিলির স্বামী সেজে বোরহানও যাবে আমেরিকা। বিনিময়ে মিলির খরচ দেবে বোরহান। গ্রাম থেকে মিলির চাচার বাসায় এসে ওঠে বোরহান। বোরহান মনে করে পৃথিবীতে টাকাই সব এবং টাকা দিয়ে সবকিছু হয়। শুরু হয় মজার সব কান্ড।
নাটকটি লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনায় হাসান মোরশেদ। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, আহসানুল হক মিনুসহ আরও অনেকে। আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘শিক্ষা সফর’।
বাংলাদেশ সময় : ২২০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেএইচ