ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদরাতে মুন্নির ‘স্বর্ণালি বর্ণালি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
চাঁদরাতে মুন্নির ‘স্বর্ণালি বর্ণালি’ দিনাত জাহান মুন্নি

শওকত আলি ইমন ও আলী আকরাম শুভ- দেশীয় চলচ্চিত্র শিল্পের ব্যস্ত দুই সংগীত পরিচালক। প্রথমবার তারা অংশ নিলেন একই টিভি অনুষ্ঠানে।

ঈদ উপলক্ষে বিটিভির ‘স্বর্ণালি বর্ণালি’ সাজানো হয়েছে তাদের গান নিয়ে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নি।

জানা গেছে, এতে দুই সুরকারের চারটি করে গান পরিবেশন করেছেন এ প্রজন্মের শিল্পীরা। এর মধ্যে শওকত আলী ইমনের সুরে অাঁখি আলমগীর ‘জল পড়ে পাতা নড়ে’, প্রতীক হাসান ও খেয়া ‘দুচোখে তুমি যে স্বপ্ন’, মুহিন ও রন্টি ‘হৃদয় যেখানে চাইছে হারাতে’ এবং মুন্নি ও তাসিফ গেয়েছেন ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’।

আলী আকবর রুপুর সুর-সংগীতে কিশোর ও কোনাল ‘কি জাদু করেছো বলো না’, নির্ঝর ও অপু ‘এক বিন্দু ভালোবাসা দাও’, মুন্নি ও সাব্বির ‘ভালোবাসা কেনো আরও আগে এলো না’ এবং পুলক গেয়েছেন ‘নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া’।

আসছে ঈদের চাঁদরাতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় শফিউদ্দিন শিকদার।



বাংলাদেশ সময় : ২২৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।