দেশের বাইরে থেকে ফিরেছেন ইরেশ যাকের। তার জন্য বিমানবন্দরে ট্যাক্সি ক্যাব নিয়ে অপেক্ষায় ছিলেন রুখসানা আলি হিরা।
এটি একটি নাটকের গল্প। এর নাম এখনও চূড়ান্ত হয়নি। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমি। এবারের ঈদে এটি প্রচার হবে চ্যানেল নাইনে।
ছিনতাইকারী চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিরা বাংলানিউজকে বললেন, ‘চরিত্রটা মজার। এতে কাজের জন্য ট্যাক্সি ক্যাবেই বেশিরভাগ সময় থাকতে হয়েছে। ফাহমির সঙ্গে এক বছর পর কাজ করছি। ও অনেক সৃজনশীল আর আলাদা কাজ করে। ’
এদিকে এবারের ঈদে সাত পর্বের একটি ধারাবাহিকে হিরার কাজ করার কথা রয়েছে। এ ছাড়া তার হাতে আছে দুটি ধারাবাহিক। এর মধ্যে ‘লাইফ ইন অ্যা মেট্রো’র (এটিএন বাংলা) প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে। ১ জুলাই থেকে আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি।
বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
জেএইচ