ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ছিলো মানুষ, হঠাৎ পোকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ছিলো মানুষ, হঠাৎ পোকা!

এক সকালে ঘুম থেকে উঠে মহীন দেখে, সে আর মানুষ নেই। এক বিশাল বিভৎস পোকা।

গত রাত পর্যন্তও সে ছিলো মা-বাবা আদরের ছেলে, বোনের প্রিয় দাদা। সংসারের সব দায়িত্ব বয়ে বেড়াতো একাই। পোকায় রূপান্তরিত হওয়ার পর কীভাবে পাল্টে যেতে থাকে চেনা পরিবেশ, কীভাবে বাস্তবতা চোখের সামনে এসে দাঁড়ায় একের পর এক; সেটা নিয়েই ‘অমৃতের সন্ধানে’।

একটি একটি মঞ্চনাটক। এনেছে চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ফ্রান্জ কাফ্কার উপন্যাস ‘মেটামরফোসিস’ অবলম্বনে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের ‘পোকা’ ও শক্তি সেনগুপ্তের ‘বিকার’ নাটকের আশ্রয়ে লেখা হয়েছে এটি। চট্টগ্রামের রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ৩ জুলাই বিকেল ৪টায় নাটকটির প্রদর্শনী হবে।

‘অমৃতের সন্ধানে’ নাটকের অভিনয় করেছেন যীশু দাশ, তাপস চক্রবর্তী, মুবিদুর রহমান সুজাত, পলি চৌধুরী, আব্দুল কাদের জিতু ও মানিসা অর্চি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।