ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক ছোঁয়াতেই সব টিভি চ্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
এক ছোঁয়াতেই সব টিভি চ্যানেল

দরকার শুধু একটুখানি ছুঁয়ে দেওয়ার, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও।

শুধু তা-ই নয়, পাওয়া যাবে চ্যানেলের অনুষ্ঠান সূচি। প্রিয় অনুষ্ঠান যাতে বাদ না পড়ে যায়, সেজন্য রয়েছে রিমাইন্ডারের ব্যবস্থা।

সবই করা যাবে মোবাইলে, ‘টিভি গাইড বাংলাদেশ’ নামের একটি অ্যান্ড্রোয়েড অ্যাপসে। ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাপসটি আনছে।

প্রাথমিকভাবে ২৫টিরও বেশি চ্যানেল রয়েছে অ্যাপসটির তালিকায়। পরবর্তীতে এ সংখ্যা ১০০টিরও বেশি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানাচ্ছে, ‘মাই জোন’ নামে একটি ফিচার রাখা হয়েছে অ্যাপসে। যে কেউ নিজের নামে অ্যাকাউন্ট খুলে প্রিয় অনুষ্ঠান, তারকা কিংবা চ্যানেল দেখতে পারবেন। তথ্যচিত্র, নাটক, খবর- নামেও থাকছে আলাদা আলাদা বিভাগ। অ্যাপসটির ব্যবহারকারীরা বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ট্রেলার, অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।



বাংলাদেশ সময় : ১৭০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।