আরণ্যক সূত্রে তাদের গুরু-শিষ্য সম্পর্ক। মামুনুর রশীদ মঞ্চনাটকের দল আরণ্যক গঠন করেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, ১৯৭২ সালে।
মামুনুর রশীদের নির্দেশনায় বাবু যেমন মঞ্চে উঠেছেন, তেমনি অভিনয় করেছেন টিভি নাটকে। সহশিল্পী হিসেবেও তাদের দেখা যায় হরহামেশা- মঞ্চে, টিভি নাটকে, চলচ্চিত্রেও। ৮ জুলাই বাবু একটি ছবি পোস্ট করলেন ফেসবুকে, মামুনুর রশীদের সঙ্গে। ক্যাপশনে লিখলেন ‘গুরু-শিষ্য’।
এ গুরু-শিষ্য ওইদিন অভিনয় করছিলেন শাহনেওয়াজ কাকলীর ‘কাকলী অপেরা’ নাটকে। দৃশ্যধারণ হচ্ছিলো গাজীপুরের মৌচাক, তুরাগ নদীর পাড়ে। ছিলেন রিচি সোলায়মান, প্রাণ রায়, মুকুল সিরাজও। নাটকটি প্রচার হবে এবারের ঈদে।
বাংলাদেশ সময় : ১২৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
কেবিএন/জেএইচ