অংশবিশেষেই বোঝা গিয়েছিলো আগুন ধরাবেন, ‘ব্রাদার্স’ ছবির আইটেম গান ‘মেরা নাম ম্যারি’র পুরোটা উন্মুক্ত হতেই কারিনা কাপুর খানকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। গানটিতে সোনালি ও রূপালি চকচকে পোশাক পরে নেচেছেন বলিউডের এই অভিনেত্রী।
এর আগে ‘হালকাত জাওয়ানি’, ‘ফেভিকল সে’র মতো আইটেম গানে দর্শক মাতিয়েছেন কারিনা। নতুন গানে নাচ আর আবেদনে সেগুলোকে ছাড়িয়ে গেছেন বলে তার প্রশংসা হচ্ছে। সানি লিওনের মতো আবেদনময়ী অভিনেত্রীও ৩৪ বছর বয়সী এই তারকার প্রশংসায় পঞ্চমুখ।
করণ জোহর প্রযোজিত ও করণ মালহোত্রা পরিচালিত ‘ব্রাদার্স’-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি শ্রফ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।
* ‘মেরা নাম ম্যারি হ্যায়’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
জেএইচ
* কারিনার নাম হয়ে যাচ্ছে ম্যারি!