ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চিরদিন সুচিত্রা-উত্তম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
চিরদিন সুচিত্রা-উত্তম উত্তম কুমার ও সুচিত্রা সেন

বাংলা ছবির চিরস্মরণীয় জুটি সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির গানের নতুন সংস্করণ নিয়ে তৈরি হলো একটি অ্যালবাম। নাম ‘চিরদিন সুচিত্রা-উত্তম’।

এগুলোতে কণ্ঠ দিয়েছেন নাহিদ নাজিয়া ও সৌম্য বোস।

অ্যালবামে রয়েছে মোট ১০টি জনপ্রিয় গান। এগুলো হলো ‘এই পথ যদি না শেষ হয়’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘কী আশায় বাঁধি খেলাঘর’, ‘আজ দুজনে মন্দ হলে মন্দ কী-ই’, ‘আমি কোন পথে চলি’, ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক’ এবং ‘বড় একা লাগে এই আঁধারে’।

চিরায়ত বাংলা গানগুলোর সঙ্গে আবৃত্তি করেছেন সৈয়দ আর ফারুক ও অনিন্দিতা কাজী। এটি বাজারে এনেছে ইমপ্রেস অডিওভিশন।



বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।