ইতালিতে অনুষ্ঠিত অ্যা ফিল্ম ফর পিচ ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতলো মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’। গতকাল রোববার (১২ জুলাই) রাত ৮টায় ভেনিস শহরে এ ঘোষণা দেওয়া হয়।
প্রতিযোগিতায় মোট ২৬টি দেশের ৬৭টি চলচ্চিত্রের মধ্যে ২৬টি ছবি স্থান পায়। এর মধ্যে বাংলাদেশের পাশাপাশি ছিলো ইরান, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বসনিয়া, ব্রাজিল, চীন, জার্মান, ফ্রান্স, আমেরিকা, স্পেন, রাশিয়া, নরওয়ে, ইরাক, পর্তুগালের ছবি।
পরিচালক মুরাদ পারভেজ জানান, তিনি, প্রযোজক ড. মাহফুজুর রহমান ও অভিনেত্রী সোহানা সাবা আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে পারেননি।
সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ ইতিমধ্যে দেশে-বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। এটিএন বাংলা এবং ফিল্ম হকার প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায়, কেএস ফিরোজ প্রমুখ।
বাংলাদেশ সময় : ২১১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জেএইচ