ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লিজা’র একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’র মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
লিজা’র একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’র মোড়ক উন্মোচন ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাজারে এসেছে ‘ক্লোজআপ ওয়ান ২০০৮’ বিজয়ী কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা’র একক অডিও অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর ফার্মগেটের একটি দৈনিকের মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।



অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, অসুরদের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে প্রেরণা দেয় গান। মানুষকে ভালোবাসতে শেখায়। গানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা দানব।

দেশীয় সংস্কৃতি লালনে লিজা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সানিয়া সুলতানা লিজার দ্বিতীয় একক অডিও অ্যালবাম এটি।   আধুনিক গানের এ অ্যালবামটিতে ১১টি গান রয়েছে। এর মধ্যে দু’টি ডুয়েট গানে লিজা’র সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আরফিন রুমি।

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী লিজা বলেন,  নানা ব্যস্ততা সামলে শেষ পর্যন্ত নিজের মনের মতো একটি অ্যালবাম করতে পেরেছি। এটাই আমার কাছে আনন্দের ব্যাপার। অনেক সময় নিয়ে বেছে বেছে গানগুলো করেছি। আশা করছি গানগুলো শ্রোতাদের মনে সামান্য হলেও দোলা দেবে ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী কনা, এলিটা, জুয়েল মোর্শেদ, রাজীব, পূজা, লোপা ও কোনালসহ সংস্কৃতি অঙ্গনের নানা ব্যক্তি।



বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।