ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বয়স যখন ১৮

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বয়স যখন ১৮

১৮ পেরিয়েছে। শুরু ১৯-এর যাত্রা।

দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা আজ (১৫ জুলাই) পা রাখছে ১৯ বছরে। ১৯৯৭ সালের এ দিনের ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিলো চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিএন বাংলা প্রচার করছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল সাড়ে ৭টায় ছিলো ‘তাজা চায়ের চুমুকে’-এর বিশেষ পর্ব। এ ছাড়া সকাল ১১টা থেকে শুরু হয়েছে শুভেচ্ছা গ্রহণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা কথন। চলবে বেলা ২টা পর্যন্ত।

রাত ৮টায় প্রচার হবে ‘ঊনিশ-এর গল্প’। সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন আরও তিন সংগীতশিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। আড্ডার ফাঁকে ফাঁকে থাকরছে চারজনের কণ্ঠে দ্বৈত ও একক সংগীত পরিবেশনা। ইভা রহমানের পরিকল্পনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান।

রাত ১১টায় প্রচার হবে সৈয়দ মাহমুদ আহমেদের পরিচালনায় ড. মাহফুজুর রহমানের জীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমি তোমাদেরই লোক’।



বাংলাদেশ সময় : ১৩১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।