ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘ডেস্টিনেশন’ টেলিছবিতে সুজানা ও ওমর সানি

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের টিভি চ্যানেলে ২২ জুলাই রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

চলচ্চিত্র
বলাকা সিনেওয়ার্ল্ড
পদ্ম পাতার জল (সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা)।



ব্লকবাস্টার সিনেমাস
* টার্মিনেটর জেনিসিস থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ২টা ৪০, বিকেল ৪টা ৪০, বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ২০, রাত ৮টা, রাত সাড়ে ১০টা)।
* পদ্ম পাতার জল(দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৬টা ৪০, সন্ধ্যা সাড়ে ৭টা, রাত ৯টা ৪০)।
* মিনিয়নস থ্রিডি(দুপুর ১২টা, দুপুর ২টা ৪০, সন্ধ্যা ৬টা ৫০, রাত ১০টা)।
* দ্য স্পঞ্জবব থ্রিডি(দুপুর সাড়ে ১২টা, বিকেল ৪টা ৪০, রাত ৯টা)।
* লাভ ম্যারেজ  (দুপুর ১টা, দুপুর ২টা ৩০, রাত ৮টা ১০)।
* জুরাসিক ওয়ার্ল্ড (বিকেল সাড়ে ৫টা, রাত ৮টা ১০)।
* অমি ও আইসক্রিমওয়ালা(দুপুর সাড়ে ১২টা)।
* স্যান অ্যান্ড্রেয়াস থ্রিডি (দুপুর সাড়ে ১২টা)।
* অগ্নি ২  (বিকেল ৩টা, রাত ১০টা ৪০)।
* জুরাসিক ওয়ার্ল্ড থ্রিডি (বিকেল ৩টা)।
* নদীজন(বিকেল সাড়ে ৫টা)।

টেলিভিশন
এটিএন বাংলা : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’ সকাল সাড়ে ১০টায়। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মিশা সওদাগর। অনিমেষ আইচের টেলিছবি ‘ঘরছাড়া’ বিকেল ৩টা ১০ মিনিটে। নাটক ‘ব্যাচেলর পার্টি’ রাত ৮টা ৫০ মিনিটে। অভিনয়ে অপূর্ব, মৌসুমি হামিদ, নাজিরা আহমেদ মৌ, তানভীর। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ উল্টাপাল্টা’ রাত ১০টা ৪৫ মিনিটে। অরুণা বিশ্বাসের নাটক ‘লাড্ডু’ রাত ১২টায়।
চ্যানেল আই : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অমি ও আইসক্রিমঅলা’ সকাল সাড়ে ১০টায়। অভিনয়ে তারিক আনাম, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিছিল, খন্দকার বাপ্পি, আগুন। টেলিছবি ‘ঘরোয়া জামাই’ দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে আমিন খান, মৌসুমী হামিদ, আখম হাসান, রোমানা স্বর্ণা, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু। ফারদিন এহসান স্বাধীন পরিচালিত টেলিছবি ‘ডেস্টিনেশন’ বিকেল ৪টা ১০ মিনিটে। অভিনয়ে ওমর সানি, সুজানা, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, ড্যানিরাজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক ‘ম্যাচিউরড’ রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে নাঈম, মেহজাবিন, মুকিত।


এনটিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘দেশ দরদী’ সকাল ১০টা ০৫ মিনিটে। অভিনয়ে মান্না, ঋতুপর্ণা, রাজীব, শর্মিলী আহমেদ, দিলদার, আফজাল শরীফ। সমরেশ বসুর উপন্যাস নিয়ে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় টেলিছবি ‘ক্রিস-ক্রস’ দুপুর ২টা ৩৫ মিনিটে। অভিনয়ে আনিসুর রহমান মিলন, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, অপর্ণা ঘোষ, মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন আলম, খলিলুর রহমান কাদেরী। নঈম ইমতিয়াজ নেয়ামূলের নাটক ‘অপরিচিতা’ রাত ৮টা ১০ মিনিটে। অভিনয়ে আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, সাদিয়া ইসলাম মৌ। নাচের অনুষ্ঠান ‘ছন্দে ছন্দে গানে গানে’ রাত ৯টা ১৫ মিনিটে। পরিবেশনায় ফারহানা নিশো, মুনমুন, সামিয়া আফরিন, মারিয়া নূর ও ঈশিকা। টেলিছবি ‘রিভার্স সুইং’ রাত ১১টা ১৫ মিনিটে। অভিনয়ে রিয়াজ, মম, নাঈম, ঈশিকা খান, সাবেরী আলম।


আরটিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘কঠিন বাস্তব’ সকাল ১০টা ৪০ মিনিটে। অভিনয়ে রাজ্জাক, রিয়াজ, কেয়া, আমিন খান, ডিপজল। পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মোল্লা বাড়ির বউ’ দুপুর ২টা ১৫ মিনিটে। অভিনয়ে রিয়াজ, মৌসুমী, শাবনূর, এটিএম শামসুজ্জামান। আড্ডার অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। অংশগ্রহণে শাকিব খান ও ববি। আশফাক নিপুণের নাটক ‘অভিমান পর্ব’ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে তাহসান, অর্পণা। ইমরাউল রাফাতের নাটক ‘চুন্নু এন্ড সন্স’ রাত ৯টা ২০ মিনিটে। অভিনয়ে মোশাররফ করিম, সাজু খাদেম, প্রভা, কচি খন্দকার। নাটক ‘লং ড্রাইভ’ রাত ১১টা ২৫ মিনিটে। অভিনয়ে তৌসিফ মাহবুব, উর্মিলা।


বাংলাভিশন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘স্বপ্নের ঠিকানা’ সকাল ১০টা ১০ মিনিটে। অভিনয়ে সালমান শাহ ও শাবনূর। সুমন আনোয়ারের টেলিছবি ‘কালাগুল’ দুপুর ২টা ১০ মিনিটে। অভিনয়ে ইন্তেখাব দিনার, তিশা, মিমো, শহীদুল আলম সাচ্চু। সঙ্গীতানুষ্ঠান ‘একই সুরে গাঁথা’ বিকেল সাড়ে ৪টায়। অংশগ্রহণে শাফিন আহমেদ, সামিনা চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, বালাম ও এলিটা। মাবরুর রশিদ বান্নাহর নাটক ‘ক্রাই বেবী ক্রাই’ রাত ৮টায়। অভিনয়ে জন ও মিথিলা। এন্ড্রু কিশোরের একক সঙ্গীতানুষ্ঠান ‘গানই আমার প্রাণ’ রাত ৯টা ৪০ মিনিটে।

সকাল আহমেদ পরিচালিত নাটক ‘প্রতীক্ষা’ রাত ১১টা ৫৫ মিনিটে। অভিনয়ে নাঈম, মম ও আফরান নিশো।


দেশ টিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ওপারে আকাশ’ সকাল সাড়ে ১০টায়। অভিনয়ে ফেরদৌস ও পপি। সরাসরি সংগীতানুষ্ঠান ‘এতো সুর এতো গান’ বিকেল ৩টায়। পরিবেশনায় বাদশা বুলবুল ও অনুপমা মুক্তি। নাটক ‘ঠক ঠক ঠক’ রাত ৭টা ৪৫ মিনিটে। অভিনয়ে সজল, তানজিকা, জয়রাজ, দিলারা জামান। সরাসরি সংগীতানুষ্ঠান ‘কল-এর গান’ রাত ৯টা ৪৫ মিনিটে। পরিবেশনায় চিরকুট ব্যান্ড।


মাছরাঙা টেলিভিশন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’ সকাল ১০টা ৪০ মিনিটে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। টেলিছবি ‘বিষ কিংবা ভালোবাসার গল্প’ দুপুর ২টা ৪০ মিনিটে। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শ্যামল মওলা, আলভী। ফেরদৌসের উপস্থাপনায় ‘অন্তরালে’ বিকেল ৪টা ৪৫ মিনিটে। সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক ফিউশন’ রাত ৭টা ৪০ মিনিটে, পরিবেশনায় বাপ্পা মজুমদার ও এলিটা করিম। নাটক ‘টুয়েলভ আওয়ার্স’ রাত ৮টা ৫০ মিনিটে। অভিনয়ে আফরান নিশো ও তিশা। কৌশিক শংকর দাসের নাটক ‘ওয়ান ফাইন ডে’ রাত সাড়ে ১০টায়। অভিনয়ে নিলয় ও শখ। ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’ রাত ১১টা ৪০ মিনিটে। পরিবেশনায় অপু, স্বরলিপি, শামীম, সুপ্তিকা।


একুশে টেলিভিশন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ছোট্ট একটু ভালোবাসা’ দুপুর সাড়ে ১২টায়। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান, সিমলা। টেলিছবি ‘ভ্রম’ বিকেল ৪টা ৫ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, আশুতোষ সুজন। তারকাদের নিয়ে নৃত্যানুষ্ঠান ‘এক পায়ে নূপুর’ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে। খায়রুল বাসার নির্ঝরের রচনা ও রাশেদ রাহা পরিচালিত ‘ত্রিভুজ আত্মা’ রাত সাড়ে ৭টায়। অভিনয়ে আফরান নিশো, কাজী আসিফ, নওশীন। তানিম রহমান অংশুর নাটক ‘লক অ্যান্ড লোডেড’ রাত ১০টায়। অভিনয়ে অপূর্ব, সুজানা, টয়া। ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’ রাত সাড়ে ১২টায় সরাসরি। পরিবেশনায় সাব্বির ও শশী।
বৈশাখী টেলিভিশন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মন ছুঁয়েছে মন’ সকাল ১০টা ৫০ মিনিটে। অভিনয়ে রিয়াজ, শাবনূর ও ফেরদৌস। নাটক ‘সুপিরিয়র কমপ্লেক্স’ দুপুর ২টা ৩০ মিনিটে। নাটক ‘রোদ বৃষ্টি অথবা অন্যকিছু’ রাত সাড়ে ৮টায়। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর। সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক মোমেন্ট’ রাত ১০টা ৩৫ মিনিটে। পরিবেশনায় জলের গান।

চ্যানেল নাইন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘লাল সালু’ সকাল সাড়ে ১০টায়। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, চাঁদনী, রওশন জামিল। এসএ হক অলিকের টেলিছবি ‘অতঃপর ভালোবাসি’ দুপুর ২টা ৪৫ মিনিটে। অভিনয়ে সজল, মৌসুমী হামিদ। নাটক ‘স্বপ্নকন্যা’ সন্ধ্যা সাড়ে ৭টায়। অভিনয়ে জাহিদ হাসান, রাজি আলী, আল মনসুর। আর বি প্রীতমের নাটক ‘ফ্রিকোয়েন্সি’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে আজাদ আবুল কালাম, মিশু সাব্বির। পূর্ণদৈর্ঘ্য ছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ রাত ১১টা ৩৫ মিনিটে। অভিনয়ে শাবনূর, রিয়াজ, পূর্ণিমা।
জিটিভি : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা সকাল সাড়ে ৯টায় সরাসরি। শ্রাবণ্যর উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ বিকেল ৫টায় সরাসরি। ‘সেলিব্রেটি ক্রিকেট’ বিকেল ৫টা ২০ মিনিটে। চয়নিকা চৌধুরীর নাটক ‘তোমার পৃথিবী ছেড়ে’ রাত ৮টা ৪৫ মিনিটে। অভিনয়ে আনিসুর রহমান মিলন ও ফারাহ রুমা। মিউজিক্যাল কনসার্ট ‘গানোফোন’ রাত ১২টায় সরাসরি, পরিবেশনায় পার্থিব ব্যান্ড।
এশিয়ান টিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফুলের মতো বউ’ দুপুর ১২টায়। অভিনয়ে ফেরদৌস ও শাবনূর। নাটক ‘উল্টা রথের ভালোবাসা’ বিকেল ৩টা ৪০ মিনিটে। অভিনয়ে হিল্লোল, নওশীন, ফারুক আহমেদ। সরাসরি সংগীতানুষ্ঠান ‘এশিয়ান মিউজিক আওয়ার’ রাত সাড়ে ১১টায়। পরিবেশনায় লোপা।
এসএ টিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘স্বামীর সংসার’ সকাল সাড়ে ১০টায়। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, ববিতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ইমরাউল রাফাতের টেলিছবি ‘আবারও দেবদাস’ বিকেল ৩টায়। অভিনয়ে আরফান নিশো, মিথিলা, জান্নাতুল ফেরদৌস পিয়া, আবদুল্লাহ রানা, নিলয়, ইভানা। তারকাদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ‘ঝুম বরষায়’ রাত ৮টা ১৫ মিনিটে। পরিবেশনায় শাহতাজ, প্রসূন আজাদ, ডিজে সনিকা, লিজা, শখ, চাঁদনী। নাটক ‘যানজট’ রাত ৮টা ৫০ মিনিটে। অভিনয়ে মীর সাব্বির, বন্যা মির্জা, নাঈম ও স্বাগতা। সরাসরি সংগীতানুষ্ঠান ‘সময় শুধু গান শোনাবার’ রাত সাড়ে ১১টায়। পরিবেশনায় দিনাত জাহান মুন্নি, পঙ্কজ, নির্ঝর, টিনা।



বাংলাদেশ সময় : ১০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।