ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বজরঙ্গি ভাইজান’ আর ‘বাহুবলী’র মিল যেখানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
‘বজরঙ্গি ভাইজান’ আর ‘বাহুবলী’র মিল যেখানে

ভারতীয় বক্স অফিস এখন পাল্লা দিয়ে শাসন করছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ আর  বহুল আলোচিত ‘বাহুবলী’। মজার বিষয় হলো, দুটি ছবির গল্পকার একজনই! দুটি গল্পই লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

তার আরেকটি পরিচয় হলো তিনি ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলির বাবা।

নিজের ছেলে ‘বাহুবলী’ পরিচালনার দায়িত্ব নেওয়ায় ঝক্কি পোহাতে হয়নি বিজয়েন্দ্রকে। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে বেশ কয়েকজন পরিচালকের দুয়ারে ধর্ণা দিতে হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত কবির খান ছবিটি পরিচালনার সিদ্ধান্ত নেন।

এর আগে বলিউডের সুপারহিট ছবি অক্ষয় কুমারের ‘রাউডি রাঠৌর’-এর গল্পও লিখেছিলেন বিজয়েন্দ্র প্রসাদ। প্রভুদেবার পরিচালনায় এটি মূলত রাজামৌলি পরিচালিত তেলেগু ছবি ‘বিক্রমাকুডু’র রিমেক। এ ছাড়াও ‘মগধীরা’ বা ‘রাজান্না’র মতো দক্ষিণ ভারতের বক্স অফিস কাঁপানো ছবির কাহিনিকারও তিনি।

২৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘বাহুবলী’ প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয় করেছে। এর গল্প দুই ভাইয়ের একই রাজ্যজয়কে ঘিরে। এ দুটি চরিত্রে কাজ করেছেন প্রভাস ও রানা দাগ্গুবাতি। এ ছাড়াও আছেন আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া।

এদিকে ‘বজরঙ্গি ভাইজান’ ব্যবসা করে ফেলেছে ১৫০ কোটি রুপি। এতে তুলে ধরা হয়েছে মূক ও বধির পাকিস্তানি শিশুকে তার দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এক হিন্দু যুবকের অভিযান। এতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হারশালি মালহোত্রা।

* ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ট্রেলার :


* ‘বাহুবলী’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।