ঈদের ছুটি শেষ। আবার ব্যস্ত হচ্ছে নাটকপাড়া।
ওটার দিকেই সবার নজর। অথচ যে নাটকটির দৃশ্যধারণ হচ্ছে, সেটির বিষয় লাল গাড়ি না; একটা ফ্রিজ। নাটকের নাম ‘রেফ্রিজারেটর’। এ নিয়েই যাবতীয় সংকট, জটিলতা।
গল্পটা নতুন দম্পতিকে ঘিরে। সংসারটা এখনও ঠিকমতো গুছিয়ে তুলতে পারেনি। নাঈম একটা চাকরি করে। আয় অতো বেশি নয়। কিন্তু একটা ফ্রিজ না হলে চলছেই না তাদের। খাবার নষ্ট হচ্ছে। অন্যের ফ্রিজে এটা-ওটা রাখতে গিয়ে দু’কথা শুনতেও হচ্ছে মমকে। তৈরি হচ্ছে অশান্তি।
‘ফ্রিজ তারা কিনবে। নতুন নয়, সেকেন্ডহ্যান্ড। তাতে এ অশান্তি তো কমবেই না, কয়েকগুণ বাড়বে’- জানাচ্ছিলেন নাটকটির পরিচালক তারিক আল হারুন। ক্যামেরার পেছনে তিনি নতুন। ‘রেফ্রিজারেটর’ তার পরিচালিত দ্বিতীয় নাটক। এটি লিখেছেন রাসেল এ এম। কোন চ্যানেলে প্রচার হবে তা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ