ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নাটকে সুমনের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
নাটকে সুমনের গান

‘তুমি ভরেছো এ মন এক নিঝুম অরণ্যে/বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে’ সুমন ও আনিলার গাওয়া গানটির বয়স কম নয়। আমেরিকান গায়ক জন ডেনভারের গান অনুবাদ করে সুমন ‘মেঘের দেশে’ নামের একটি অ্যালবাম বের করেন ২০০৫ সালে।

ওই অ্যালবামেই ছিলো ‘তোমার জন্য’ শিরোনামের গানটি।

পরবর্তীতে মিউজিক ভিডিও আকারেও প্রকাশিত হয় ‘তোমার জন্য’। গানটি এবার নাটকের শিরোনাম-সঙ্গীত হিসেবে ব্যবহৃত হলো। নাটকটির নাম ‘ভিন্ন রকম প্রেম’।

চার মিনিট ব্যপ্তির গানের পুরোটাই থাকবে নাটকে, বাংলানিউজকে এমনই জানিয়েছেন এর নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তিনি বলছেন, ‘সুমন ভাই আমার প্রিয় শিল্পী। তার এ গান আমার নাটকের কাহিনীর সঙ্গে দারুণ মানিয়েছে। তার কাছে অনুমতি নিয়েই গানটি নাটকে ব্যবহার করেছি। ’

‘ভিন্ন রকম প্রেম’ নাটকে অভিনয় করেছেন নাঈম ও আনিকা কবির শখ।

* ‘তোমার জন্য’ গানের ভিডিও লিংক :


বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।