ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রও পাবে অচেনা হৃদয়ের খোঁজ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
যুক্তরাষ্ট্রও পাবে অচেনা হৃদয়ের খোঁজ!

‘অচেনা হৃদয়’ বাংলাদেশের চলচ্চিত্র। বাংলা ভাষার।

এটি দেশে মুক্তি পেয়েছে গত ২২ মে। এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রে। একটি-দু’টি নয়, ওই দেশের ১৫টি রাজ্যে দেখানো হবে ছবিটি।

এর পরিচালক এস.আই খান বাংলানিউজকে বলছেন, ‘ইংরেজি সাব-টাইটেল করাই আছে, যাতে বিদেশিরা ছবিটি দেখতে পারে। যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আমরা আলাদা করে সম্পাদনায়ও পরিবর্তন এনেছি। ’

আগামী ২৩ আগস্ট থেকে মার্কিন মুলুকে ‘অচেনা হৃদয়’-এর প্রদর্শনী শুরু হবে। প্রথমটি হবে ক্যালিফোর্নিয়ার এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিন-সহ ১৫টি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ঘুরবে ছবিটি।

বিশ্ববিদ্যালয় জীবনে ছেলেমেয়েদের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমন, প্রসূন আজাদ, এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।