ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রসূন মরিয়া প্রমাণ করিলো, সে মরে নাই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
প্রসূন মরিয়া প্রমাণ করিলো, সে মরে নাই! কাদম্বিনী বেশে প্রসূন আজাদের ছবিটি তুলেছেন শিমুল মুস্তাফা

শিরোনামে একটুখানি ভুল আছে। এটাকে ভুলও বলা চলে না ওইভাবে।

গল্প এবং বাস্তব- এ দু’টোকে একসঙ্গে মিলিয়ে ফেললে ব্যাপারটা এমনই দাঁড়ায়। ব্যক্তি প্রসূন যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তখন তিনি তো আর প্রসূন নেই। কাদম্বিনী হয়ে গেছেন। ওইভাবে হিসেব করলে, শিরোনাম এমনই দাঁড়ায়।

প্রশ্ন উঠতে পারে, ‘এ আবার কোন কাদম্বিনী! রবি ঠাকুরের নয় তো?’ ঠিকই ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরই কাদম্বিনী। তার ‘জীবিত ও মৃত’ গল্পের কাদম্বিনী। রানীহাটের জমিদার শারদা শংকর বাবুদের বাড়ির বিধবা বধূ। পিতৃকুলে কেউ নেই। একে একে মারা গেছে সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বর্ণনা দিয়েছেন, ‘পতিকূলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই পুত্রও নাই। একটি ভাশুরপো, শারদাশংকরের ছোট ছেলেটি, সে-ই তাহার চক্ষের মণি। ’

একদিন শ্রাবণের রাতে কাদম্বিনীর হঠাৎ মৃত্যু হয়। আসলেই কি মৃত্যু হয় তার? সে আবার ফিরে আসে, কেউ তাকে জীবিত হিসেবে মেনে নিতে রাজি হয় না যদিও। সেই কাদম্বিনী চরিত্রে অভিনয় করেছেন প্রসূন।

গল্পটি নিয়ে নাটক তৈরি হচ্ছে। নাটকের নাম রাখা হয়েছে গল্পের নামেই। নির্মাণ করছেন তুহিন হোসেন। গাজীপুরের কালিয়াকৈরের একটি রাজবাড়িতে দৃশ্যধারণ চলছে এখন। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এ কে আজাদ সেতু, শর্মিমালা প্রমুখ।

আগামী ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ওইদিন একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘জীবিত ও মৃত’ নাটকটি।



বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।