ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবিগুরুর প্রয়াণ দিবসের মাসে ‘প্রাণের খেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
কবিগুরুর প্রয়াণ দিবসের মাসে ‘প্রাণের খেলা’ বুলবুল ইসলাম ও শ্রেয়সী রায়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবসের মাস এসেছে। তাই তার রচিত গানে তাকে স্মরণ করে রাজধানীর ধানমণ্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’।

এটি শুরু হয় আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায়। এখানে কবিগুরুর গান পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায় ও বুলবুল ইসলাম।

অনুষ্ঠানে শ্রেয়সী রায় গেয়ে শোনান, ‘কত অজানারে জানাইলে তুমি’, ‘অসীম ধন তো আছে তোমার’, ‘আমি যখন ছিলেম অন্ধ’, ‘আমার যা আছে আমি সকল দিতে পারিনি’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ’।

এদিকে বুলবুল ইসলাম গেয়েছেন ‘সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা’, ‘তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি তখন ছিলেম মগন’, ‘শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায়’, ‘আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘কাছে ছিলে দূরে গেলে-দূর হতে এসো কাছে’, ‘আমি আছি তোমার সভার দুয়ারদেশে’, ‘এ পথে আমি যে গেছি বারবার’, ‘একদিন চিনে নেবে তারে’, ‘কেটেছে একেলা বিরহের বেলা’, ‘ও চাঁদ চোখের জলের লাগল জোয়ার’।

শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর, কী-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল এবং এস্রাজে অসিত বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।