জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও বিচারক নিযুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুরাদ পারভেজ। আগামী বছরের ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জয়পুরের পিংক সিটিতে অনুষ্ঠিত হবে এটি।
উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন মুরাদ। গত ১৯ জুলাই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান।
গত বছরও এ উৎসবে বিচারক ছিলেন মুরাদ পারভেজ। বাংলাদেশের কোনো নির্মাতার একই উৎসবে টানা দু’বার বিচারক হওয়ার ঘটনা এটাই প্রথম। গতবার মুরাদের সঙ্গে বিচারক হিসেবে ছিলেন সুইডেন, আমেরিকা, নরওয়ে, ভারত, রাশিয়া. পাকিস্তান, ইরান, ইতালি-সহ সর্বমোট ১১ জন বিচারক।
সম্প্রতি ইতালির ভেনিসে অনুষ্ঠিত অ্যা ফিল্ম ফর পিস উৎসবে প্রতিযোগিতা বিভাবে ২৫টি দেশের ৭৩টি চলচ্চিত্রের মধ্যে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ সেরা ছবির পুরস্কার জেতে। এর আগে সিঙ্গাপুর, ভারত, ইতালিসহ দেশ-বিদেশের উৎসবে অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ