ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকার পর ফারহানেরও একই ভুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আনুশকার পর ফারহানেরও একই ভুল! আনুশকা শর্মা ও ফারহান আখতার

ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালামের মৃত্যুর পর টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’বার তার ভুল করেন আনুশকা শর্মা। এ নিয়ে হাসির পাত্রী হতে হয়েছে তাকে।

একই ভুল করে বসলেন ফারহান আখতারও। তিনিও টুইটারে প্রয়াত পরমাণু বিজ্ঞানীর নাম ভুল লিখেছেন।

টুইটারে ফারহান শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ভারতীয়দের মধ্যে অন্যতম প্রাক্তন প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালাম আজাদের মৃত্যুর খবরে আমি গভীর শোকাহত। ’ যদিও পরে 'আজাদ' নামটি বাদ দিয়ে টুইট সংশোধন করেছেন তিনি। আবুল কালাম আজাদ নামে ভারতের এক মুক্তিসেনা ছিলেন। তার সঙ্গে এপিজেকে গুলিয়ে ফেলেন ৪১ বছর বয়সী ফারহান।

এদিকে এপিজে আবদুল কালামের জায়গায় এবিজে লেখায় আনুশকার সমালোচনা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘যারা কম্পিউটারে বসে অন্যের সমালোচনা করে, তারা কাপুরুষ। ’

ফারহান ও আনুশকা দু'জন একসঙ্গে অভিনয় করেছেন ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে। এ বছর ব্যবসাসফলও হয়েছে এটি।

বাংলাদেশ সময় : ১৩৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।