ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মৌসুমী হামিদের রক্তদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
মৌসুমী হামিদের রক্তদান মৌসুমী হামিদ/ ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেসবুকের এক রক্তদান সমিতির ডাকে রক্তস্বল্পতায় কাতর ১১ বছরের শিশুকে রক্ত দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর তিনি ফেসবুকে প্রথমবার রক্তদানের অনুভূতি জানান।

সঙ্গে পোস্ট করেছেন রক্ত দেওয়ার মুহূর্তের কয়েকটি ছবি।  

কয়েক বছর আগে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগান দিয়ে শুরু হয় স্বপ্ন ব্লাড ফাইটারসদের পথচলা। বর্তমানে উদ্যোক্তারা ফেসবুকে গ্রুপ মেম্বারদের মাঝে রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন তারকাদের নিয়ে কাজ করছেন যাতে সাধারণ মানুষ রক্তদানে উৎসাহ প্রকাশ করেন।

সমিতির অন্যতম উদ্যোক্তা বিজয় বলেন, ‘আমার জেলা মৌলভীবাজারের থেকে শুরু করে সিলেট বিভাগের আনাচে-কানাচে স্বেচ্ছায় রক্তদাতাদের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছি। এখন এই ডিজিটাল যুগে সিলেট থেকে শুরু করে ফেসবুকের মাধ্যমে সারাদেশে আমরা রক্তদান কর্মসূচি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। ’

অভিনেত্রী মৌসুমী হামিদ রক্তদান করায় অন্যরাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে বলে আশা করছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, আগস্ট, ১৭, ২০১৫
বিএইচ/বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।