ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিপাশার ক্যানভাসে ভুলে যাওয়া স্মৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বিপাশার ক্যানভাসে ভুলে যাওয়া স্মৃতি নিজের অাঁকা ছবির সামনে বিপাশা হায়াত

বেঙ্গল আর্ট লাউঞ্জ যে আমন্ত্রণপত্রটি লিখেছে, তাতে বিপাশার পরিচয় দেওয়া এভাবে ‘অ্যা পলিমোরফস আর্টিস্ট’। সত্যিই তো, বিপাশা বহুরূপী।

মঞ্চে, টিভিতে, চলচ্চিত্রে তিনি মুগ্ধতা জাগিয়ে যাচ্ছেন বহু বছর ধরে, অভিনয়ে। সমান আবেদন তার চিত্রকলায়ও। আঁকাআঁকি নিয়েই বিপাশার পড়াশোনা ছিলো। অভিনয়ে আসার পর সেটা ছেড়ে দেননি। চালিয়ে গেছেন, যাচ্ছেন এখনও।

বিপাশা হায়াতের প্রায় মাসব্যাপী একটি চিত্রকলা প্রদর্শনী নিয়ে আসছে বেঙ্গল আর্ট লাউঞ্জ। তা-ও একক। ৮ আগস্ট থেকে শুরু হয়ে এটি চলবে ২৯ আগস্ট পর্যন্ত। নাম রাখা হয়েছে ‘রেলমস অব মেমোরি’ (স্মৃতির রাজত্ব)। ভুলে যাওয়া স্মৃতিগুলোর লুকানো আবেগকেই বিপাশা তুলে এনেছেন তার আঁকা এ ছবিগুলোতে।

আগামী ৮ আগস্ট সন্ধ্যা ৬টায় গুলশান এভিনিউয়ের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনীটির উদ্বোধন হবে। বিপাশার আঁকা ছবিগুলো দেখা যাবে প্রদর্শনী চলাকালীন দিনগুলোতে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।