২৮ জুলাই। দুপুর ২টা।
‘গাড়ি থেকে নেমেই অপূর্বকে প্রায় ১৫০-২০০ জনের সঙ্গে সেলফি তুলতে হয়েছে’- এমনটাই দাবি করলেন নাট্যনির্মাতা মারুফ আহমেদ সোহাগ। তার ‘ব্যাক টু লাভ’ নাটকের কাজ করছিলেন অপূর্ব। সোহাগ বলছেন, ‘এতো মানুষ জমে গিয়েছিলো! সামলাতে হিমশিম খাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম, কাজটাই বোধহয় ভেস্তে গেলো!’ অবশ্য ভালোভাবেই দৃশ্যধারণ শেষ করতে পেরেছেন তারা।
অবশ্য বাসস্ট্যান্ডের মতো একটা জায়গা; ভিড় জমবে- খুবই স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক, এখানে-ওখানে হরহামেশা শুটিং দেখতে দেখতে ক্যামেরা-সেলিব্রেটি এসবে রাজধানীবাসীর আগ্রহ কমে প্রায় তলানিতে। এর মধ্যেও অপূর্বকে নিয়ে সাধারণের এতো আগ্রহ, সেটা তার জনপ্রিয়তারই প্রতিফলন।
‘ব্যাক টু লাভ’ নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া। ওইদিন বাসস্ট্যান্ডে ছিলেন তিনিও। এ ছাড়াও আছেন এবি রোকন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ