ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লন্ডনে পুরস্কৃত বাংলাদেশি আলোকচিত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
লন্ডনে পুরস্কৃত বাংলাদেশি আলোকচিত্রী

সালাহউদ্দিন আহমেদ পলাশ বাংলাদেশি আলোকচিত্রী। থাকেন ঢাকায়।

২০১১ সাল থেকে ছবি তোলেন পলাশ। আলোকচিত্র বিষয়ে পড়ছেন পাঠশালায়। তার তোলা ছবিতে উঠে আসে প্রকৃতি, মানবিকতা, প্রান্তিক মানুষের সংগ্রাম, সাফল্যের গল্প। ইয়ান পেরি স্কলারশিপ তেমন ছবিই খুঁজছিলো এ বছর। গত ২৬ বছর ধরে সারাবিশ্বের ২৪ অথবা তার কম বয়সী প্রতিভাবান আলোকচিত্রীদেরকে পুরস্কৃত করে আসছে সংগঠনটি।

এ বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুইশ’রও বেশি আলোকচিত্রীর ছবি জমা পড়ে। তাদের মধ্য থেকে সেরা পাঁচে উঠে এসেছে সালাহউদ্দিন আহমেদ পলাশের নাম। তিনি মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। হাজারীবাগ ট্যানারিতে তোলা পলাশের ছবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। পুরস্কার হিসেব তিনি পাচ্ছেন নগদ অর্থ। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হবে তার ছবি।

ফটো সাংবাদিক ইয়ান পেরির নামানুসারে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। ১৯৮৯ সালে রোমান বিপ্লবের সময় দায়িত্ব পালনকালে নিহত হন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।