ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নিখোঁজের সংবাদ সম্মেলন শুরু হতেই সুখবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
নিখোঁজের সংবাদ সম্মেলন শুরু হতেই সুখবর

মঞ্চনাটকের দল নাগরিক নাট্যাঙ্গনের অভিনেতা এস এ এম আরবাতুজ্জামান প্রলয় নিখোঁজ হওয়ায় আজ সোমবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশে শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। তখনই খবর আসে, তার খোঁজ পাওয়া গেছে।

আট দিন ধরে উধাও মানুষটি আজই সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

জানা গেছে, নাগরিক নাট্যাঙ্গনের এই নাট্যকর্মী কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাসায় উঠেছেন। সেখানে গেছেন তার পরিবারের সদস্যরা। তবে গত আট দিন তিনি কোথায় কীভাবে ছিলেন তা জানা যায়নি। অবশ্য তিনি সুস্থ আছেন। পুলিশি সহায়তায় তাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বলেও জানা যায়।

গত ২৬ জুলাই সকালে একমাত্র ছেলে পৃথিবীকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন প্রলয়। ওইদিন সকাল ৮টা ৪৬ মিনিট পর্যন্ত তার মোবাইল ফোন সচল ছিলো বলে অনুসন্ধানে জানতে পারে পুলিশ। কিন্তু এরপর তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে খোঁজ মিলছিলো না তার।

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় থাকেন প্রলয়। ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।