ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হিরোশিমা দিবসে স্বপ্নদল-শিল্পকলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
হিরোশিমা দিবসে স্বপ্নদল-শিল্পকলা

হিরোশিমা দিবস ৬ আগস্ট। নাট্যসংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ দিবসটি পালন করবে।

থাকছে দলটির মঞ্চ নাটক ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন। ওইদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।

‘ত্রিংশ শতাব্দী’র প্রেক্ষাপট হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনা। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

স্বপ্নদল ২০০২ থেকে শুরু করে ১৪ বছর যাবৎ নিয়মিত শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে। ২০১১ থেকে এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। পাশাপাশি দিবসটি পালনে সহযোগিতা করছে জাপান-বাংলা পিস ফাউন্ডেশন ও জাপান দূতাবাস।

অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকছে বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকি ভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় মিলনায়তনে যুদ্ধ থেকে শিশুদের মুক্তি প্রার্থনায় যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ এবং সংক্ষিপ্ত যুদ্ধবিরোধী আলোচনা।

হিরোশিমা দিবস উপলক্ষে এদিন নাট্যপ্রদর্শনীসহ সকল আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।



বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।