ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তারা হাসবেন, হাসাবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
তারা হাসবেন, হাসাবেন এজাজুল ইসলাম, বাঁধন ও মাজহারুল ইসলাম

হাসির যোগ্য হলো কিনা, সে বিচারেও যাবেন। তৃতীয়বারের মতো ‘হা-শো’ শুরু হচ্ছে।

জোকস পারফরমেন্স ভিত্তিক রিয়েলিটি শো এটি। এনটিভিতে প্রচার হয়। বরাবরের মতো এবারও এটির বিচারকের আসনে বসছেন উপস্থাপক মাজহারুল ইসলাম, এজাজুল ইসলাম ও বাঁধন।

আর সাজু খাদেম তো থাকছেনই বিচারক হিসেবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর- এ পাঁচটি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০জন প্রতিযোগীকে নিয়ে মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগিকে নিয়ে হবে পরবর্তী রাউন্ড। এ প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পাঁচ প্রতিযোগী লড়বেন চূড়ান্ত পর্বে।

৭ আগস্ট থেকে এনটিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘হা-শো’। পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন হাসান ইউসুফ খান।



বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।