ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শত বর্ষে দাদাজান এটিএম শামসুজ্জামান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
শত বর্ষে দাদাজান এটিএম শামসুজ্জামান!

তিনি অনেকের দাদাজান। সেটা ঠিক আছে।

কিন্তু শতবর্ষ! না, অতো বয়স এখনও হয়নি তার। তবে শতবর্ষী বৃদ্ধ হিসেবেই এটিএম শামসুজ্জামানকে দেখা যাবে। যখন ১০০তম জন্মদিনে কেককাটার আয়োজন চলবে, তিনি ভাববেন ‘এতো ভেজালের মধ্যে ১০০ বছর বাঁচলাম কিভাবে?’ এ ভাবনাটাই কাল হয়ে দাঁড়াবে। অসুস্থ হয়ে পড়বেন তিনি।

ঘটনা আরও আছে। তার এক ছেলে ব্যাংক ঋণে জর্জরিত। ঘনঘন নোটিশ আসছে। এটিএম শামসুজ্জামানের জন্মদিনের পরের সকালে খবর আসে, লটারিতে ১০ কোটি টাকা পেয়ে গেছেন তিনি! লটারির টিকিটটা কিন্তু বৃদ্ধের হাতে, আর তিনি হাসপাতালে। ডাক্তার আবার বলেও দিয়েছেন, হার্টের সমস্যা। সুখের কিংবা দুঃখের- কোনো খবরই জানানো চলবে না।

নাটকের কাহিনী বলেই আগেভাগে বলে দেওয়া সম্ভব হলো। শতবর্ষী এটিএমকে দেখা যাবে ‘শতবর্ষে দাদাজান’ নাটকে। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহীন মাহমুদ। আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, মৌসুমী নাগ, তুষার খান, শিশির আহমেদ, শিরিন বকুল, শেলী আহসান প্রমুখ। ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।



বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।