ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আয় ডেকে যায়’ নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
‘আয় ডেকে যায়’ নচিকেতা নচিকেতা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিমান ভাঙলেন নচিকেতা। আট বছর পর বাজারে এলো তার একক গানের অ্যালবাম।

নাম ‘আয় ডেকে যায়’। কলকাতার রবীন্দ্র সদনে কয়েকদিন আগে এর মোড়ক খোলা হলো।

‘আয় ডেকে যায়’ প্রসঙ্গে ৪৯ বছর বয়সী নচিকেতা বলেন, ‘অ্যালবাম করার খুব একটা ইচ্ছে আমার ছিলো না। কারণ লোকে এখন গানবাজনা ডাউনলোড করে। পয়সা দিয়ে কেউ গান শোনে না। সুতরাং যে পণ্যটা বাজারে আনি বা যে কাজটা করি তার কোনো মূল্য নেই! যে জিনিসটার মূল্য নেই তার আবার মূল্যায়ন হয় নাকি! সেই রাগেই আট বছর অ্যালবাম করিনি। ’

নতুন গান প্রসঙ্গে দুই বাংলার জনপ্রিয় এই শিল্পীর ভাষ্য, ‘আমি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গান লিখেছি এবার। আর কোনো প্রেয়সী নেই। তবে নতুন চরিত্র রয়েছে। এবারের লেখা একটু অন্যরকম। একটু বয়স্ক, একটু পরিণত নচিকেতাকে শ্রোতারা পাবেন এখানে। ’

নচিকেতার সর্বশেষ অ্যালবাম ‘তির্যক’ প্রকাশিত হয় ২০০৭ সালে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।