ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

হাতিরঝিলে সারারাত হোমায়রা হিমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
হাতিরঝিলে সারারাত হোমায়রা হিমু হোমায়রা হিমু

অবশ্য স্বল্পদৈর্ঘ্য নয়, নির্মাতা বলছেন ‘মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র’। ব্যাপ্তি ২০ মিনিটের।

হোমায়রা হিমু নাটকে অভিনয় করেন। করেন উপস্থাপনা। কাজ করেছেন চলচ্চিত্রেও। কিন্তু এমন চলচ্চিত্রে আগে কখনও অভিনয় করেননি। এবার করলেন। নাম ‘ফেস টু ফেস’। নাম অবশ্য বদলেছে। আগে ছিলো ‘সময় ও কিছু ফালতু আলাপ’।

হাতিরঝিলে গত ৮ আগস্ট সারারাত এর দৃশ্যধারণ হয়েছে। হিমু বাংলানিউজকে বলছেন, ‘গল্পটি একজন পতিতা এবং একজন কবির। আগের দিন রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাজ করেছি আমরা। ’ নির্মাণ করেছেন শাহাদাত রাসেল। গল্প, চিত্রনাট্যও তার। তিনি জানাচ্ছেন, কবি ও পতিতার আলাপচারিতার মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থা, পুরুষের প্রতি নারী আর নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে।

এতে কবির ভূমিকায় অভিনয় করেছেন জামশেদ শামীম। নির্মাতা জানিয়েছেন, বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।