ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সেন্সরে ‘পরবাসিনী’, গান আসবে জমকালোভাবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
সেন্সরে ‘পরবাসিনী’, গান আসবে জমকালোভাবে ‘পরবাসিনী’র দৃশ্যে ইমন ও রিত মজুমদার

স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’র সব কাজ অবশেষে সম্পন্ন হলো। আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এটি।

পরিকল্পনা করা হয়েছে মুক্তির দিনক্ষণও, চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসবে এই ছবি।

তার আগে জমকালো আয়োজনে প্রকাশ হবে ‘পরবাসিনী’র গানের অ্যালবাম। এখন চলছে এর পরিকল্পনা। স্বপন জানালেন, ‘আমার আগের ছবি ‘লাল টিপ’-এর মতো নতুন ছবির মিউজিক ব্লাস্ট করবো জমকালোভাবে। এ অনুষ্ঠানে বড় পর্দায় ছবিটির ট্রেলার প্রদর্শনের পর ছাড়া হবে অনলাইনে। ’

এ ছবিতে গান গেয়েছেন কনা, এলিটা, তিশমা, ইবরার টিপু, পড়শী, পারভেজ, তানভীর তারেক, আরিফ রানা, সুকন্যা, কলকাতার রূপঙ্কর। গানগুলো লিখেছেন কলকাতার শ্রীজাত, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন, স্বপন আহমেদ। সুর ও সংগীত পরিচালনায় মুম্বাইয়ের ডিজে আকস, কলকাতার বিনীত রঞ্জন মিত্র, ইবরার টিপু, আরিফ রানা।

‘পরবাসিনী’কে বলা হচ্ছে, বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই স্বপনের। তিনি ক্যামেরাও চালিয়েছেন। এ ছাড়া চিত্রগ্রহণ করেছেন ডেভিড বোয়েরম্যান (ফ্রান্স), রাজেশ রাঠোর (মুম্বাই), শুভঙ্কর ভর (কলকাতা), আলাউল বাকি (বাংলাদেশ)।

রেগে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রযোজনায় ২০১২ সালে শুরু হয় এর দৃশ্যধারণ। বিভিন্ন দেশে কাজ এবং ভিএফএক্স-এর কাজ শেষ করতে তিন বছর সময় লেগেছে কাজটি শেষ করতে, জানালেন স্বপন। বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতা ও মুম্বাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও লুক্সেমবার্গে এর দৃশ্যায়ন হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশ, ভারত, ফ্রান্স, আমেরিকা-সহ মোট ১৬টি দেশের শিল্পী। তারা হলেন- ইমন, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদার, কাজী উজ্জ্বল, অপ্সরা আলী, দাউদ হোসাইন রনি, সোহেল খান, চাষী আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রবিরঞ্জন মৈত্র, ফরাসি অভিনেতা হাভিয়ার বোনাত্রে প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা (মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২)। এর নৃত্য পরিচালনা করেন মুম্বাইয়ের জেসমিন ওজা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ‘লাল টিপ’ ছবিটি পরিচালনা করেন স্বপন আহমেদ। এটি মুক্তি পায় ২০১০ সালে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।