ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মন্ট্রিল উৎসবে বাংলাদেশের দুই ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
মন্ট্রিল উৎসবে বাংলাদেশের দুই ছবি

মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের দুই ছবি রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। দুটোই অংশ নেবে উৎসবের মূল শাখা ‘ফোকাস অন ওয়াল্র্ড সিনেমা’ বিভাগে।



এবারই প্রথম চলচ্চিত্র নিয়ে বিশ্বের অন্যতম সম্মানজনক এই আয়োজনে বাংলাদেশের কোনো কাহিনিচিত্র নির্বাচিত হলো। কানাডার মন্ট্রিল শহরে আগামী ২৭ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

‘মেহেরজান’খ্যাত নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী, বলিউড অভিনেতা রাহুল বোস, বাংলাদেশের শাহাদাৎ হোসেন প্রমুখ।

অন্যদিকে ইমনের ‘জালালের গল্প’তে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ-সহ অনেকে।

বাংলাদেশ সময় : ২২৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।