ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

মানিকগঞ্জ: নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও খ্যাতনামা সাংবাদিক মিশুক মুনিরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হলো মানিকগঞ্জে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকার তারেক-মিশুক স্মৃতিফলকে পুষ্পস্তবক অপর্ণ,  ঘণ্টাব্যাপী মানববন্ধন ও দুর্ঘটনারোধে লিফলেট বিতরণ করা হয়।

তাদের স্মরণে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক-মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,  তারেক-মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ইকবাল হোসেন কচি, গণজাগরণ মঞ্জের সভাপতি মোস্তাফিজুর রহমান, বারসিকের (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) সমন্বয়কারী বিমল রায়।

মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে বাস মালিক, চালক, যাত্রীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।