তালিবান শাসনে থাকা এক আফগান মেয়ের গল্প নিয়ে একটি অ্যানিমেটেড ছবি প্রযোজনা করবেন অ্যাঞ্জেলিনা জোলি। এবারই প্রথম অ্যানিমেশনে হাত দিচ্ছেন তিনি।
ডেবোরা তার গ্রন্থে তুলে ধরেছেন পারভানা নামে একটি মেয়ের গল্প। কোনোও কারণ ছাড়াই তার বাবাকে গ্রেফতার করে তালেবানরা। এরপর পরিবারের সবার জন্য খাবার আনার দায়িত্ব নেয় সে। কিন্তু তালিবান-শাসিত সমাজে আফগানিস্তানে একটি মেয়ের পক্ষে রুটিরুজি করা সহজ ছিলো না। এ কারণে ছেলের ছদ্মবেশে পরিবারের মুখে অন্ন জোগানোর জন্য উপার্জন করে সে। ‘দ্য ব্রেডউইনার’-এর কাজ শুরু হচ্ছে চলতি মাসেই। ২০১৭ সালের প্রথম দিকেই এর কাজ শেষ হবে।
তালিবান-শাসিত আফগানিস্তান প্রসঙ্গে জোলির মন্তব্য, ‘পারভানার মতো হাজার-হাজার মেয়ে এভাবেই আফগানিস্তানে পরিবারের ভরণপোষণের জন্য লড়াই করে চলেছে। তাদের কাছে লড়াইটা নিজেকে বাঁচানো, আর কাছের মানুষকে বাঁচিয়ে রাখার। এই মেয়েদের অবদানকে স্বীকৃতি জানাতেই ছবিটি প্রযোজনা করছি। ’
শাবাস অ্যাঞ্জেলিনা!
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ