ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘চাকা’র রজতজয়ন্তী উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
‘চাকা’র রজতজয়ন্তী উৎসব সেলিম আল দীন (জন্ম: ১৮ আগস্ট, ১৯৪৯, মৃত্যু: ১৪ জানুয়ারি, ২০০৮)

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী আগামী ১৮ আগস্ট। এবারের জন্মদিবস উদযাপন করা হবে তার ‘চাকা’ নাটকটিকে ঘিরে।

ওইদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে বিকেল সাড়ে ৪টায় রয়েছে ঢাক বাদন। আধ ঘণ্টা পর সেলিম আল দীনের গানের অভিনয় প্রদর্শন করবে নিরাভরণ থিয়েটার।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে আনুষ্ঠানিকতা। এর এক ঘণ্টা পর সাভারের বুনন থিয়েটার পরিবেশন করবে ‘চাকা’র রজতজয়ন্তী প্রদর্শনী। নির্দেশনায় আনন জামান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাসিরউদ্দীন ইউসুফ, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সেলিম আল দীন-পত্নী বেগমজাদী মেহেরুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ, মীর জাহিদ হাসান, আহমেদ গিয়াস প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমএ/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।