হওয়ারই কথা। সাধারণ গল্প, সংযত উপস্থাপনা আর অসাধারণ অভিনয়।
দিলো ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের বিচারকদেরকেও। ১৫ আগস্ট ছিলো এ উৎসবের দ্বিতীয় এবং শেষদিন। ওইদিনই ঘোষণা আসে, ‘পিকু’ এ উৎসবের শ্রেষ্ঠ ছবি। আর সেরা অভিনেতা? সেটাও ‘পিকু’র দখলে। ইরফান খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার। ছবিটিতে তিনি আছেন রানা চৌধুরী হিসেবে। বাদ যাননি ছবিটির নির্মাতা সুজিত সরকারও। তিনি হয়েছেন সেরা পরিচালক।
তবে সেরা অভিনেত্রী হওয়া হয়নি দীপিকার। ওটা চলে গেলো ভূমি পেড়নেকরের দখলে। ‘দম লাগাকে হেইশা’ ছবিতে অভিনয়ের জন্য তার এই স্বীকৃতি। স্বাধীন চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে এম.মনিকান্দনের তামিল ছবি ‘কাকা মুত্তাই’। ‘পিকে’ ছবির জন্য দর্শকদের পছন্দে পুরস্কৃত হয়েছেন রাজকুমার হিরানি। অনিল কাপুরও পুরস্কৃত হয়েছেন উৎসবে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বিএসকে/কেবিএন