ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বারাক ওবামা কী কী গান শোনেন জানতে চান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বারাক ওবামা কী কী গান শোনেন জানতে চান? বারাক ওবামা

দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোজ কী কী গান শোনেন? উত্তর মিলবে স্পোটিফাইতে গেলে। হোয়াইট হাউস গত ১৪ আগস্ট প্রেসিডেন্টের নিজের হাতে বানানো গান শোনার দুটি তালিকা প্রকাশ করেছে।

একটি দিনের, অন্যদিকে সান্ধ্যকালীন। স্পোটিফাইতে নতুন একটি চ্যানেল চালু হচ্ছে। এরই অংশ হিসেবে ওবামার শোনা গানের তালিকা প্রকাশিত হলো।

ব্যক্তিগতভাবে ওবামা সংগীতানুরাগী। জনসম্মুখে গান গেয়ে খবরের শিরোনামও হয়েছেন তিনি। তার পছন্দের গানগুলোর শিল্পীর মধ্যে বব ডিলান থেকে শুরু করে বিয়ন্সে নোলসও আছেন।

দিনে হোয়াইট হাউসে চলে যেসব গান :
টম্পস্টোন ব্লুজ (বব ডিলান), সো মাচ ট্রাবল ইন দ্য ওয়ার্ল্ড (বব মার্লে অ্যান্ড দ্য ওয়েইলার্স), গিমে শেল্টার (দ্য রোলিং স্টোনস), অ্যানাদার স্টার (স্টিভি ওয়ান্ডার), রক স্টিডি (অ্যারেথা ফ্রাঙ্কলিন), প্যারাডাইস (কোল্ডপ্লে), পুশার লাভ গার্ল (জাস্টিন টিম্বারলেক), গ্রিন লাইট (জন লিজেন্ড), শেক ইট আউট (ফ্লোরেন্স+দ্য মেশিন), টেঙ্গো আন ত্রাতো-রিমিক্স (মালা রড্রিগেজ), অ্যাইন্ট ঠু প্রাউড টু বেগ (দ্য টেম্পটেশন্স), লিভ ইট আপ (দ্য ইজলি ব্রাদার্স), মেমোরিস লাইভ (তালিব কোয়েলি ও হাই টেক), ওয়াঙ ড্যাঙ ডুডল (হাউলিং উলফ), হট ফান ইন দ্য সামারটাইম (স্লাই অ্যান্ড দ্য ফ্যামিলি স্টোন), বুজোফিলিয়া (লো কাট কনি), হোয়্যারএভার ইজ ইউর হার্ট (ব্র্যান্ডি কারলাইল), গুড ডে (ন্যাপি রুটস), ডাউন ডাউন দ্য ডিপ রিভার (ওক্কারভিল রিভার) এবং লা সালসা লা ট্রেইগো ইও (সোনোরা ক্যারুসেলেস)।

সন্ধ্যায় হোয়াইট হাউসে বাজানো হয় যেসব গান :
দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম (ফ্র্যাঙ্ক সিনাত্রা), ইউ ডোন্ট নো মি (রে চার্লস), সুজানে (লিওনার্ড কোহেন), ফিলিং গুড (নিনা সিমোন), আই ফাইন্ড মাই এভরিথিং (ম্যারি জে ব্লিজ), সুপারপাওয়ার (বিয়ন্সে), স্টাবর্ন লাভ (দ্য লুমিনিয়ার্স), মাই ফেভারিট থিংস (জন কোলট্রেন), মুন ড্যান্স (ভ্যান মরিসন, ইজ ইউর লাভ বিগ এনাফ? (লিয়ান লা হ্যাভাস), হাউ ক্যান ইউ মেন্ড অ্যা ব্রোকেন হার্ট (আল গ্রিন), রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু অ্যান্ড গোল্ড (অ্যাওয়াইফ ও’ডোনোভ্যান), নাথিং ইভেন ম্যাটারস (লরিন হিল অ্যান্ড ডি’অ্যাঞ্জেলো), হেল্প মি (জনি মিচেল), আই হ্যাভ গট ড্রিমস টু রিমেম্বার (ওটিস রেডিং), আনটিল (ক্যাসান্ড্রা উইলসন), ইউমি সেইস (মস ডেফ), দ্য ভেরি থট অব ইউ (বিলি হলিডে), ফ্লামেঙ্কো স্কেচেস (মাইলস ডেভিস) এবং উ (ইরাইকাহ বাদু)।

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।