ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

১০৯টি পরিবারকে বাড়ি দিলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
১০৯টি পরিবারকে বাড়ি দিলেন ব্র্যাড পিট ব্র্যাড পিট

ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বন্দরনগরী নিউ অরলিন্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে তছনছ হয়ে গিয়েছিলো নিউ অরলিয়েন্সের লোয়ার নাইন্থ ওয়ার্ডের বহু পরিবার।

এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত ১০৯টি পরিবারের পাশে দাঁড়ালেন ব্র্যাড পিট। দীর্ঘ পরিশ্রমের পর ১০৯টি বাড়ি তৈরি করে দিলেন তিনি।

জল-কাদা-ধ্বংসস্তূপ সরিয়ে অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে রঙ-বেরঙের অপরূপ বাড়িগুলো। কম খরচেই পরিবেশবান্ধব বাড়িগুলো বানিয়ে দিতে পেরেছেন হলিউডের এই তারকাকে। তাকে সহযোগিতা করেছেন বিশ্বের তাবড় স্থপতিরা। জায়গাটা এখন পর্যটনস্থল হিসেবে পরি‍চিতি পেতে শুরু করেছে।   

বাড়িগুলো তৈরি প্রসঙ্গে ৫১ বছর বয়সী পিট বলেছেন, ‘শুরুর সময় ছেলেমানুষি মনে হয়েছিলো এই উদ্যোগ। তবে এখন গর্ব হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।