ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যাংককে অল্পের জন্য রিতেশ-জেনেলিয়ার রক্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
ব্যাংককে অল্পের জন্য রিতেশ-জেনেলিয়ার রক্ষা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা

একটি বিজ্ঞাপনচিত্রের কাজে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা দম্পতি। ব্যস্ততার ফাঁকে গতকাল সোমবার (১৭ আগস্ট) কেনাকাটা করতে বেরোন তারা।

তখনই বিপণি বিতানের পাশে ব্রহ্মা মন্দিরের কাছে এক বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রেহাই পেলেন দু’জনে।

ঘটনার পরদিন সকালে জেনেলিয়া টুইটারে লিখেছেন, ‘শুভ সকাল। আমাদের নিয়ে ভাবার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা নিরাপদে আছি। ’ ২৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘মার্কেটের ঠিক উল্টো পাশেই বোমা বিষ্ফোরণ ঘটে। প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়েছি আমরা। যারা প্রাণ হারিয়েছেন তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে। ’

ঘটনাস্থলে ধারণকৃত কয়েক সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন রিতেশ। তিনি বলেন, ‘বোমা হামলা কাপুরুষতা। কতো নিষ্পাপ মানুষ প্রাণ হারালেন। ’

বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। তাদের মধ্যে বেশিভাগই ছিলেন পর্যটক।   

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।