ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণদের ভোটে সেরা পল ওয়াকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
তরুণদের ভোটে সেরা পল ওয়াকার

প্রতি বছর তরুণ-তরুণীদের ভোটে দেওয়া হয়ে থাকে টিন চয়েজ অ্যাওয়ার্ড। এবারের আসরে না থেকেও সারাক্ষণেই ছিলেন পল ওয়াকার।

তার শেষ ছবি ‘ফিউরিয়াস সেভেন’ সেরা অ্যাকশন/অ্যাডভেঞ্চার ছবির পুরস্কার জিতেছে। তিনিই হয়েছেন সেরা অ্যাকশন অভিনেতা। দুই বছর আগে মাত্র ৪০ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটন‍ায় তার মৃত্যু হয়।

এবার ছিলো টিন চয়েজ অ্যাওয়ার্ডসের ১৭তম আসর। গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে লসঅ্যাঞ্জেলেসের জ্যালেন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পলের একমাত্র কন্যাসন্তান মিডো ওয়াকার বসেছিলেন ভিন ডিজেলের পাশেই। ৪৮ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমরা এ ছবিটা হৃদয় উজাড় করে বানিয়েছি। আমরা সত্যিই একটা পরিবার। পল ওয়াকারের পরিবার আমাদের অকৃপণ সহযোগিতা করেছে। আজ টিন চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ছবি। দর্শকসারিতে আছে বিশেষ একজন তরুণী, তার নাম মিডো ওয়াকার। ’

মঞ্চে এসে ‘ফিউরিয়াস সেভেন’ ছবির অন্য সহশিল্পীরাও পলের প্রতি সম্মান জানান। ডিজেল আরও বলেছেন, ‘আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজনকে ছাড়া এখানে দাঁড়ানো খুব কঠিন। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো, পাবলোকে আমাদের ভাই ডাকার সুযোগ পেয়েছিলাম। পল ওয়াকার এখানে আশেপাশেই আমাদের সঙ্গে আছে। ’ এরপরই দর্শকরা উল্লাসে মাতেন।

এ সময় আরও ছিলেন মিশেল রড্রিগুয়েজ, লুডাক্রিস ও জর্ডানা ব্রিউস্টার। ‘আমরা তোমাকে মিস করি, সবসময় মিস করবো। তোমাকে সবসময় ভালোবাসবো পল’- মিশেলের এ আবেগঘন কথার মধ্য দিয়ে শেষ হয় অনুভূতিজ্ঞাপন।

পলের মতো না থেকেও গোটা অনুষ্ঠানজুড়ে ছিলো ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। কারণ সেরা ব্যান্ড (পুরুষ), চয়েজ সামার ব্যান্ড ও চয়েজ সেলফি টেকারস-সহ সর্বাধিক আটটি পুরস্কারটি জিতেছেন তারা। কিন্তু দলটির চার সদস্য হ্যারি স্টাইলস, লিয়াম পাইন, নিয়াল হোরান ও লুইস টমলিনসনের কেউই অনুষ্ঠানে ছিলেন না। তবে ভিডিও লিংকের মাধ্যমে পুরস্কারগুলো গ্রহণ করেন তারা। সেরা নবাগত সংগীত দল হিসেবে চয়েস মিউজিক ব্রেকআউট আর্টিস্টস হয়েছে আরেক ব্রিটিশ ব্যান্ড লিটল মিক্স।

একনজরে টিন চয়েজ ২০১৫ বিজয়ীরা

চলচ্চিত্র বিভাগে সেরা

ছবি (অ্যাকশন/অ্যাডভেঞ্চার): ফিউরিয়াস সেভেন

অভিনেতা (অ্যাকশন/অ্যাডভেঞ্চার): পল ওয়াকার (ফিউরিয়াস সেভেন)

অভিনেত্রী (অ্যাকশন/অ্যাডভেঞ্চার): শেইলিন উডলি (ইনসারজেন্ট)

ছবি (সাই-ফাই/ফ্যান্টাসি): দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান

অভিনেতা (সাই-ফাই/ফ্যান্টাসি): জশ হাচারসন (দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান)

অভিনেত্রী (সাই-ফাই/ফ্যান্টাসি): জেনিফার লরেন্স (দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান)

ছবি (ড্রামা): ইফ আই স্টে

অভিনেতা (ড্রামা): স্কট ইস্টউড (দ্য লংগেস্ট রাইড)

অভিনেত্রী (ড্রামা): শ্লো গ্রেস মোরেৎজ (ইফ আই স্টে)

ছবি (কমেডি): পিচ পারফেক্ট টু
 

সংগীত বিভাগে সেরা

গায়ক: এড শিরান

গায়িকা: ডেমি লোভেটো

ব্যান্ড (পুরুষ): ওয়ান ডিরেকশন

ব্যান্ড (নারী): ফিফথ হারমোনি

রিদমঅ্যান্ডব্লুজ/হিপ-হপ শিল্পী: নিকি মিনাজ

কান্ট্রি শিল্পী: ক্যারি আন্ডারউড

টেলিভিশন বিভাগে সেরা

অনুষ্ঠান (ড্রামা): প্রিটি লিটল লায়ারস

অভিনেতা (ড্রামা): আয়ান হার্ডিং (প্রিটি লিটল লায়ারস)

অভিনেত্রী (ড্রামা): লুসি হেল (প্রিটি লিটল লায়ারস)

অনুষ্ঠান (সাই-ফাই/ফ্যান্টাসি): দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস

অভিনেতা (সাই-ফাই/ফ্যান্টাসি): জারেড প্যাডালেকি (সুপারন্যাচারাল)

অভিনেত্রী (সাই-ফাই/ফ্যান্টাসি): নিনা ডবরেভ (দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস)

অনুষ্ঠান (কমেডি): দ্য বিগ ব্যাং থিওরি

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।