ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধই হলো ‘ফ্যান্টম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
পাকিস্তানে নিষিদ্ধই হলো ‘ফ্যান্টম’

যা ভাবা হয়েছিলো তা-ই হলো! সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফ্যান্টম’ নিষিদ্ধ হলো পাকিস্তানে। মুম্বাই হামলার মূলচক্রী এবং জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাহোর উচ্চ আদালত গত ২০ আগস্ট এই নির্দেশ দিয়েছে।



ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে, ২৬/১১’র মুম্বাই হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে বিষদাগার করছেন হাফিজ। তখনই ধারণা করা হয়, এটি পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে। হাফিজের আইনজীবী আদালতে দাবি করেন, তার দুই সংগঠন লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে ছবিটিতে। এদিকে পাক উচ্চ আদালতের এই রায়ে হতাশ সাইফ। মুম্বাইয়ের হামলার পর জঙ্গি পরিস্থিতি নিয়ে তৈরি ছবিটি আগামী ২৮ আগস্ট মুক্তি পাবে।

এর আগে কবির খানের ‘এক থা টাইগার’ (সালমান খান, ক্যাটরিনা কাইফ) পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।