ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তিনকন্যা’র তিনকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
‘তিনকন্যা’র তিনকন্যা (বাঁ থেকে) তারিন রহমান, সাফা কবির ও তানজিন তিশা

ধারাবাহিক নাটকটির নাম ‘তিন কন্যা’। এতে তিনকন্যার চরিত্রে অভিনয় করছেন সাফা কবির, তারিন রহমান ও তানজিন তিশা।

গল্পে দেখা যাবে, তিনকন্যা ভিন্ন ভিন্ন জেলা শহরের মেধাবী শিক্ষার্থী। তারা ঢাকায় আসে পড়াশোনা করতে। কিন্তু শহরে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাদেরকে।

গত ১০ আগস্ট এর প্রথম ধাপের দৃশ্যধারণ শুরু হয়।   কাজ হয়েছে উত্তরা, নিকেতন ও  হাতিরঝিলে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন আশুতোষ সুজন। তিনি বলেছেন, ‘মফস্বল থেকে ঢাকায় প্রথম এলে একটি মেয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করছি। কারণ প্রতি বছর অনেক মেয়ে রাজধানীতে নানান লক্ষ্যে আসে। তাদের জন্য নাটকটি শিক্ষামূলক হতে পারে। ’

গল্পে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আবির  ও সায়মার সঙ্গে পরিচয় হয় তিনকন্যার। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও মৌসুমী হামিদ। নিলয় জানালেন, আবির একটু খুঁতখুঁত স্বভাবের। সায়মাকে খুব সন্দেহ করে সে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। প্রতি মাসে তাদের ব্রেকআপও হয়। পরে আবির আবার সায়মাকে ফোন দেয়। দু’জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মৌসুমী এবারই প্রথম নিলয়ের সঙ্গে কাজ করলেন জানিয়ে বললেন- ‘নিলয় ভালো একজন অভিনেতা। কাজটা করে মজা পাচ্ছি। ও অনেক সহায়তাপ্রবণ। ’

আগামী মাস থেকে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শামিমা নাজনীন, শামীমা তুষ্টি, সালমান মুক্তাদির, আনিসুল হক বরুণ।

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।