ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মৃত্যুর গুজবের শিকার শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মৃত্যুর গুজবের শিকার শোয়ার্জনেগার আর্নল্ড শোয়ার্জনেগার

চিরশান্তিতে থাকুন আর্নল্ড শোয়ার্জনেগার! খবরটা ভড়কে যাওয়ার মতোই। খবরটা আসলেই সত্যি কি-না তা নিয়ে উৎকণ্ঠার মধ্য দিয়ে গেছেন ভক্তরা।

পরে জানা গেলো, হলিউডের এই অ্যাকশন তারকা বহাল তবিয়তে আছেন। আসলে তিনি মৃত্যুর গুজবের শিকার হয়েছেন।

গত ২৭ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে শোয়ার্জনেগারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, শোয়ার্জনেগারে বাড়ি থেকে নাকি এক অচেতন ব্যক্তির ব্যাপারে জরুরি ফোন পেয়েছে লসঅ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। অবশ্য পরদিন একই শহরের একটি রেস্তোরাঁয় দেখা দেন ৬৮ বছর বয়সী এই তারকা। এরপর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে।

এর আগে হলিউডের আরও কয়েকজন তারকার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এবার ওই তালিকায় যুক্ত হলো আর্নল্ড শোয়ার্জনেগার নামটি।

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।