ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৫

রাতটা হয়ে গেলো সুইফটের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
রাতটা হয়ে গেলো সুইফটের অন্যান্যের মাঝে পুরস্কার হাতে টেলর সুইফট

একাই জিতলেন চারটি পুরস্কার, তা-ও সবই সামনের সারির। তাই আকাশে উড়ছেন টেলর সুইফট।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে গত ৩০ আগস্ট অনুষ্ঠিত এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা গেলো তার জয়জয়কার। নিজের চেয়েও নামি-দামি গায়িকাদের হটিয়ে রাতটি নিজের করে নিলেন ২৫ বছর বয়সী এই মার্কিন তারকা।
 
নিজের নতুন মিউজিক ভিডিও ‘ব্যাড ব্লাড’ সুইফটকে এনে দিয়েছে বর্ষসেরা মিউজিক ভিডিও এবং বেস্ট কোলাবোরেশন সম্মান। এ ছাড়া তার ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানটি জিতেছে বেস্ট পপ ভিডিও ও বেস্ট ফিমেল ভিডিও পুরস্কার। ‘ব্যাড ব্লাড’ গানে তার সঙ্গে কাজ করার সুবাদে পুরস্কৃত হয়েছেন কেন্ড্রিক লামারও। তিনিও জিতেছেন চারটি পুরস্কার। ২৮ বছর বয়সী কেন্ড্রিকের ‘নেভার ক্যাচ মি’ আর ‘অলরাইট’ও পৃথক দুটি বিভাগে সেরা হয়েছে।
 
‘অ্যানাকোন্ডা’র জন্য আসরের সেরা হিপ-হপ মিউজিক ভিডিওর পুরস্কার গেছে নিকি মিনাজের ঝুলিতে। বেস্ট মেল ভিডিও জিতেছে ব্রুনো মার্স ও মার্ক রনসনের ‘আপটাউন ফাঙ্ক’। হলিউড অভিনেত্রী উমা থারম্যানকে নিয়ে ফল আউট বয় ব্যান্ডের গান ‘উমা থারম্যান’ হয়েছে সেরা রক ভিডিও। ফেটি ওয়্যাপ জিতে নিয়েছেন আর্টিস্ট টু ওয়াচ পুরস্কারটি। দুটি পুরস্কার পেয়েছেন র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট। এর মধ্যে আছে মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড আর সামাজিক বক্তব্যধর্মী ভিডিওর সম্মান।
 
রিদমঅ্যান্ডব্লুজের রানী বিয়ন্সে পাঁচটি মনোনয়ন পেলেও পুরস্কার জিতেছেন মাত্র একটিতে। তার ‘সেভেন/ইলেভেন’ সেরা হয়েছে সম্পাদনায়। অনুষ্ঠানের উপস্থাপিকা মাইলি সাইরাস কিম্ভুতকিমাকার পোশাকের কারণে আলোচিত হয়েছেন।
 
একনজরে সেরারা
বর্ষষেরা ভিডিও : ব্যাড ব্লাড (টেলর  সুইফট ও কেন্ড্রিক লামার)
পপ ভিডিও  : ব্ল্যাঙ্ক স্পেস (টেলর  সুইফট)
নারী শিল্পীর ভিডিও : ব্ল্যাঙ্ক স্পেস (টেলর  সুইফট)
পুরুষ শিল্পীর ভিডিও : আপটাউন ফাঙ্ক (ব্রুনো মার্স, মার্ক রনসন)
রক ভিডিও : উমা থারম্যান (ফল আউট বয়)
হিপ-হপ ভিডিও : অ্যানাকোন্ডা (নিকি মিনাজ)
সামাজিক বক্তব্যধর্মী ভিডিও : ওয়ান ম্যান ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড (কানইয়ে ওয়েস্ট, বিগ শন, জন লিজেন্ড)
যৌথ প্রয়াস : টেলর সুইফট ও কেন্ড্রিক লামার (ব্যাড ব্লাড)
নির্মাণ : অলরাইট (কেন্ড্রিক লামার)
চিত্রগ্রহণ : নেভার ক্যাচ মি (কেন্ড্রিক লামার, ফ্লাইং লোটাস)
শিল্প নির্দেশনা : সো ম্যানি প্রস (স্নুপ ডগ)
সম্পাদনা : সেভেন/ইলেভেন (বিয়ন্সে)
ভিজ্যুয়াল ইফেক্টস : হোয়্যার আর ইউ নাউ (জাস্টিন বিবার, স্ক্রিলেক্স ও ডিপ্লো)
মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড : কানইয়ে ওয়েস্ট
আর্টিস্ট টু ওয়াচ অ্যাওয়ার্ড : ট্র্যাপ কুইন (ফেটি ওয়াপ)
সং অব দ্য সামার : শি’জ কাইন্ডা হট (ফাইভ সেকেন্ডস অব সামার)
 
বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।