ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ছবি শেষে আবার নাটকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ছবি শেষে আবার নাটকে

অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’র প্রধান চরিত্র ‘আয়না’। দীর্ঘদিন ধরে সেই আয়না হয়ে ওঠার প্রচেষ্টায় ছিলেন চঞ্চল চৌধুরী।

ওজন কমিয়েছেন। চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছেন। কোনোভাবেই ‘আয়নাবাজি’র বাইরে ব্যস্ততা গড়াতে দেননি।

ফলে গত কয়েক মাস ধরে টিভি নাটক ছিলো চঞ্চল-শুন্য। গেলো রোজার ঈদেও কোনো কাজ করেননি তিনি। ২৯ আগস্ট শেষ হয়েছে ‘আয়নাবাজি’র দৃশ্যধারণ। চঞ্চল চৌধুরী ফিরে এসেছেন টিভি নাটকে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সালাহউদ্দিন লাভলুর ‘কপালে যদি থাকে হাড়’-এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। ছয় পর্বের ধারাবাহিক এটি। চিত্রনাট্য লিখেছেন বৃন্দাবন দাস। কোরবানির ঈদে আরটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন প্রসুন আজাদ, মাহমুদুল ইসলাম মিঠু, শাহনাজ খুশি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।