ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সেন্সর পেরুলো ‘বাপজানের বায়স্কোপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
সেন্সর পেরুলো ‘বাপজানের বায়স্কোপ’

রিয়াজুল রিজুর প্রথম ছবি ‘বাপজানের বায়স্কোপ’। ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

তবে বিনা কর্তনে নয়। দু’টি শব্দ পরিবর্তন ও ছবির একটি দৃশ্যের কয়েক সেকেন্ড কর্তন করার নির্দেশনা দিয়েছে সেন্সর বোর্ড। রিয়াজুল রিজু বলছেন, ‘এতে ছবিটির বাস্তবতা কিছুটা হলেও হোঁচট খাবে। ’

তবুও ছবিটি সেন্সর পেরুনোয় খুশি রিজু। জানাচ্ছেন, ২৬ আগস্ট সেন্সরবোর্ডের সদস্যরা ছবিটি দেখেছিলেন। তাদের মুগ্ধতার কথা রিজুকে বলেছেন তারা। নির্মাতা বলছেন, ‘খুব চিন্তায় ছিলাম। এদেশের টিভি নাটকের নির্মাতারা সিনেমা বানাতে এসে গল্পের জন্য প্রশংসিত হলেও, নির্মাণগত দিক দিয়ে কখনও কখনও লম্বা নাটক বা টেলিছবি বানিয়েছেন বলে অভিযুক্ত হন। আমার ভয়টা এখানেই ছিলো। এখন কিছুটা ভারমুক্ত হলাম। ’

‘বাপজানের বায়স্কোপ’-এর কাহিনী ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।