ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডে শিক্ষক হিসেবে প্রিয় যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
বলিউডে শিক্ষক হিসেবে প্রিয় যারা

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক হলেন শিক্ষার আলো দিয়ে মানুষ গড়ার কারিগর।

বলিউডে শিক্ষকদের কীর্তি নিয়ে অনেক ছবি হয়েছে। এর মধ্যে পর্দায় শিক্ষক হিসেবে সবচেয়ে যুতসই লেগেছে কয়েকজনকে।

এ তালিকায় সবার ওপরে আছেন অমিতাভ বচ্চন। ‘মোহাব্বাতে’র পর ‘আরক্ষণ’ ছবিতেও শক্তিশালী শিক্ষকের ভূমিকায় দেখা গেছে। ব্যক্তিত্বের সুবাদেই শিক্ষক হিসেবে তাকে বেশি মানায় বলে মন্তব্য দর্শকদের।

শিক্ষকের চরিত্রে আদর্শ অভিনেতার তালিকায় আরও আছেন আমির খান (তারে জমির পার) এবং বোমান ইরানি (মুন্নাভাই এমবিবিএস ও থ্রি ইডিয়টস)।

গুরু-শিষ্য নিয়ে সেরা ১০ ছবি
১. মুন্নাভাই এমবিবিএস (বোমান ইরানি-সঞ্জয় দত্ত)
২. পাড়োসান (মেহমুদ ও সায়রা বানু)
৩. ব্ল্যাক (অমিতাভ বচ্চন ও রানী মুখার্জি)
৪. মেরা নাম জোকার (সিমি গারেওয়াল ও ঋষি কাপুর) 
৫. বেমিসাল (অমিতাভ বচ্চন ও শীতল)
৬. ম্যায় হু না (শাহরুখ খান ও সুস্মিতা সেন)
৭. হাম দিল দে চুকে সনম (সালমান খান ও বিক্রম গোখালে)
৮. ইংলিশ ভিংলিশ (শ্রীদেবী ও কোরি হিবস)
৯. এবিসিডি টু (প্রভুদেবা ও বরুণ ধাওয়ান)
১০. হারামখোর (নওয়াজুদ্দিন সিদ্দিক ও শ্বেতা ত্রিপঠি)

বাংলাদেশ সময় : ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।